Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ৫নং কমলগঞ্জ ইউপি

এশিয়ার অন্যতম ম্যনগ্রোব ফরেষ্ট লাউয়াছড়া পাহাড়ের প্রাণকেন্দ্রে অবস্থিত কমলগঞ্জ উপজেলার  একটি ঐতিহ্যবাহী অঞ্চল  স্মৃতি বিজড়িত ৫ নং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ। কাল পরিক্রমায় আজ ৫ নং কমলগঞ্জ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
      অত্র ইউনিয় পরিষদের উত্তরে রহিমপুর ইউনিয় পরিষদ, দক্ষিণে মাধবপুর ইউনিয় পরিষদ, পূর্বে শমসের নগর ইউনিয় পরিষদ, পশ্চিমে শ্রীমঙ্গল উপজেলা অবস্থীত।


ক) নাম – ৫ নং কমলগঞ্জ ইউনিয়ন।

খ) আয়তন – ১৪ (বর্গ মাইল)

গ) লোকসংখ্যা – ২৫০০০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ২৭ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৩ টি।

চ) হাট/বাজার সংখ্যা নাই

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা

জ) শিক্ষার হার –৫৩%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৬টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৭টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ০১টি,

    মাদ্রাসা- ০৩টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – মো:আব্দুল হান্নান 


ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ম্যনগ্রোব ফরেষ্ট লাউয়াছড়া পাহাড় জাতীয় উদ্যান।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০০৪-০৫।

ড) বর্তমান পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ –09/08/2016 ইং

                                    ২) প্রথম সভার তারিখ –10/08/2016 ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – 13/08/2021 ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

 

তিলকপুর

জামির কোনা

রাজাগাঁও

বাল্লারপার

লংগুরপার

উজিপুর

ফুলবাড়ী চা বাগান

মাগুরছড়াপুঞ্জি

গন্ডমারা

দক্ষিণ বালিগাঁও

পশ্চিম ভানুগাছহিল

করাতি

উত্তর বালিগাঁও

উত্তর রাজটিলা

পশ্চিম কুমড়াকাপন

বাগমারা

দক্ষিণ রাজটিলা

 

ভেড়াছড়া

বনগাঁও

ছাতকছড়া

কান্দিগাঁও

বাদেউবাহাটা

সরইবাড়ী

কালাছড়া

চৈতন্যগঞ্জ

নারায়নপুর

রামপুর

ছতিয়া

 



                     

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
               ১) চেয়ারম্যান -১


               ২) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।

               ৩) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।

 

                ৫) ইউডিসি উদ্দ্যোক্তা-২ জন

 

             ৬) জন্ম নিবন্ধন সহকারি -১ জন