সংক্ষিপ্তবর্ণনা: বিদ্যালয়টি কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন কমপ্লেক্স এর পাশা পাশি গ্রামীণ পরিবেশে মনীপুরী অধ্যুষিত বালিগাঁও গ্রামে অবস্থিত। বিদ্যালয়ে একটি দ্বিতল ভবন ও একটি আধাপাকা ভবন রয়েছে।
প্রতিষ্টাকালঃ 1971 খ্রি: এবংজাতীয়করনঃ1973 খ্রি:
প্রধান শিক্ষকের নামঃ বীরেন্দ্র চন্দ।
ছাত্র-ছাত্রী সংখ্যা ( শ্রেনীভিত্তিক)
শিশু শ্রেণী | প্রথম শ্রেণী | দ্বিতীয় শ্রেণী | তৃতীয় শ্রেণী | চতুর্থ শ্রেণী | পঞ্চম শ্রেণী | মোট | সর্বমোট | |||||||
বালক | বালিকা | বালক | বালিকা | বালক | বালিকা | বালক | বালিকা | বালক | বালিকা | বালক | বালিকা | বালক | বালিকা |
|
13 | 13 | 22 | 29 | 25 | 20 | 25 | 28 | 26 | 35 | 20 | 31 |
|
|
|
বিগত ৫ বছরের সমাপনী পরীক্ষার ফলাফল ও শিক্ষাবৃত্তির তথ্যঃ
সাল | পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা | পরীক্ষায় উর্ত্তীর্ন ছাত্র-ছাত্রীর সংখ্যা | পাশের হার | বৃত্তির তথ্যঃ | মোট সংখ্যা | |
সাধারন | ট্যালেন্টফুল | |||||
২০১২ | 50 | 50 | 100% | 2 | - | 2 |
২০১১ | 27 | 27 | 100% | - | 1 | 1 |
২০১০ | 18 | 18 | 100% | 1 | - | 1 |
২০০৯ | 25 | 25 | 100% | 1 | 1 | 2 |
২০০৮ | 10 | 10 | 100% | - | - | 0 |
অর্জন: ডাক্তার, এ্যাডভোকেট, প্রকৌশলী, বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী সৃষ্টিতে ভূমিকা রাখতে পারা।
ভবিষ্যৎ পরিকল্পনাঃ বিদ্যালয় গমনোপযোগী শিক্ষার্থী ভর্তি 100% নিশ্চিতকরণ। মানসম্মত পাঠদান ও বিদ্যালয়ের পরিবেশ শিশুবান্ধব করে গড়ে তোলা।
যোগাযোগ:
বীরেন্দ্র চন্দ
প্রধান শিক্ষক
বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
মোবাইল নং 01729-179129
মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দঃ
ক্রমিক নং | নাম | ৫ম শ্রেনী পাশের সাল | বর্তমানে কর্মরত | মন্তব্য |
০১ | ডা: উচিত কুমার সিংহ | 1978 | মেডিকেল অফিসার, উপজেলা হেলথ কমপ্লেক্স, গোলাপগঞ্জ, সিলেট। |
|
০২ | ডা: বর্ণালী সিন্হা | 1986 | এফসিপিএস, গাইনী, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট। |
|
০৩ | সোনালী সিন্হা | 1989 | এডভোকেট, জর্জ কোর্ট, পুরান ঢাকা। |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস