Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লাউয়াছড়া জাতিয় উদ্যান
স্থান

মাগুরছড়া থেকে ৩ কিঃ মিঃ

কিভাবে যাওয়া যায়

বাস, কার, মাইক্রবাস, মোটরসাইকেল বা যে কোন যান দিয়ে যাতায়ত করা যায়।

যোগাযোগ

0

বিস্তারিত

 

কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যান : কমলগঞ্জ উপজেলার ঐতিহ্য লাউয়া ছড়া জাতীয় উদ্যান , এখানে প্রকৃতি তার সেৌন্দর্য ভান্ডার অকৃপন ভাবে বিতরণ করেছে । বিভিন্ন প্রজাতির গাছ পালা, বিচিত্র রকমের বন্য প্রাণী যেমন- হরিণ, বানর, বিভিন্ন প্রজাতির শাপ, বন মোরগ, মেচো বাঘ দেখতে পাোয়া যায় । আয়তন-১২৫০ হেক্টর, স্থাপিত-১৯৯৬, গ্রীষ্মমন্ডলীয় চিরহরিৎ ো মিশ্র চির হরিৎ বন ।

জীব বৈচিত্র : জীব- ৪৬০ প্রজাতি, স্তন্য প্রাণী-২০ প্রজাতি, পাখি-২৪৬ , উভয়চর-৪, সরিসৃপ-৬, কীট পতং্গ-১৭, বৃক্ষলতা-১৬৭, গৃরুত্বপূর্ণ প্রাণী- উল্লুক ইত্যাদি /

কিভাবে যাওয়া যায়:

ঢাকা থেকে এ উপজেলায় যাতায়াতের জন্য সড়ক ও রেল পথ দিয়ে সহজে যাতায়াত করা য়ায় । সড়ক পথ হিসেবে ঢাকা থেকে সরাসরি উল্লেখ্যযোগ্য বাস সার্ভিস পার্শ্ববর্তী শ্রীমংগল উপজেলায় চালু আছে। শ্রীমংগল থেকে লোকাল সার্বিসে (বাস/সিএনজি) ১৬ কি:মি: পথ অতিক্রম করে পূর্বদিকে কমলগঞ্জ সদরে আসা যায় । অপরদিকে ঢাকা থেকে রেল পথে ভানুগাছ এবং শমসেরনগর রেলওয়ে ষ্ষ্টেশনে অবস্থান করতে হয় । উক্ত স্থান হতে স্থানীয় ভাবে সিএনজি/বাস যোগে দর্শনীয় স্থান সমুহে যাতায়াত করা যায় । প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় গাইডম্যান সহযোগে দর্শনীয় স্থানে যাতায়াত করা যায় । দর্শনার্থীদের জন্য সংরক্ষিত আছে ।